জিকার বিরুদ্ধে লড়তে ব্রাজিলে সেনা মোতায়েন


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

মশাবাহিত জিকা ভাইরাসের ঝুঁকি সম্পর্কে লোকজনকে সচেতন করতে ব্রাজিলে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হেয়ছে, দেশটির সরকার দুই লাখ ২০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাসদস্যরা জিকা সংক্রান্ত বিভিন্ন সচেতনতা, উপদেশ ও এ ভাইরাসের ঝুঁকি সম্পর্কে লোকজনকে জানাবেন। দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকা ব্রাজিলের নাগরিকদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকেই সমালোচনা করে বলছেন, সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে জিকা নিয়ন্ত্রণ কিংবা মশা নিধন খুবই হাস্যকর।

এর আগে জিকা ভাইরাস ‘দাবানলের’ মতো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, মশাবাহিত এই ভাইরাসটি সংক্রামণ ঠেকাতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।

তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ব্রাজিল। দেশটিতে সর্বপ্রথম জিকা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।
ব্রাজিলে মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত অন্তত ৪ হাজার  ৮৫২ জনের শরীরে জিকা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতোমধ্যে এদের মধ্যে ৪৬২ জনের শরীরে মাইক্রোসেফালির উপস্থিতি পাওয়া গেছে।

গর্ভবর্তী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাতিসংঘের মানবাধিকার সংস্থা জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।