আফগানিস্তানকে ১৭৭ রানের টার্গেট দিল আমিরাত


প্রকাশিত: ১০:৪২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রোহান মোস্তফার ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচেই এই ওপেনারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান করে আইসিসির সহযোগী এ দেশটি।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এশিয়াকাপের বাছাই পর্ব। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় সংযুক্ত আরব আমিরাত। দুই ওপেনার রোহান মোস্তফা এবং মোহাম্মদ কলিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ছয় ওভারেই ৬৪ রান সংগ্রহ করে আমিরাত।  

তবে দলীয় ৮৩ রানে দারুণ এ  জুটি ভাঙ্গেন রশিদ খান। মোহাম্মদ কলিমকে (২৫) বোল্ড করে আফগানিস্তানকে কিছুটা স্বস্তি এনে দেন তিনি। কলিমের বিদায়ের পর শাইমান আনোয়ারকে নিয়ে দলের হাল ধরেন মোস্তফা। এই দুই ব্যাটসম্যান আরও ৩৮ রান যোগ করেন। শাইমান আনোয়ার ১১ রান করে রশিদ খানের দ্বিতীয় শিকারে পরিনত হন।

দলীয় ১২২ রানে দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করে আউট হন রোহান মোস্তফা। ৫০ বল মোকাবেলা করে ৭টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে এ রান করেন এ ওপেনার। মোস্তফার বিদায়ের পর বেশিক্ষন থাকতে পারেননি অধিনায়ক আমজাদ (৪)। শেষ দিকে উসমান মুস্তাক এবং মোহাম্মদ শেহজাদের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানের বড় সংগ্রহ পায় আমিরাত।  উসমান মুস্তাক ২০ বলে ২৩ এবং মোহাম্মদ শেহজাদ ১৬ বলে ২৫ রান করেন।

আফগানিস্তানের পক্ষে আদিল রশিদ ২৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে সেরা বোলার। এছাড়া আমির হামজা নেন একটি উইকেট।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।