বুলবুলের আয়োজনে ধ্রুব’র গান


প্রকাশিত: ১১:০৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

কন্ঠশিল্পী ধ্রুব গুহ’র জন্য গান নির্মাণ করছেন কিংবদন্তী গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে এমনটাই ঘোষণা দিলেন  আহমেদ ইমতিয়াজ বুলবুল।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার খুব পছন্দের মানুষদের মধ্যে ধ্রুব একজন। তার নম্রতা, ভদ্রতা ও বিনয় আমাকে বারবার বিমোহিত করে। আমি ধ্রুব’র  জন্য একটি গান রচনা ও সুর করেছি। এক সপ্তাহের মধ্যে রেকর্ডিং এর কাজ শুরু হয়ে যাবে।’

তিনি আরো লিখেছেন, ‘আমি অবাক হই, খুব অবাক হই! কোন জাদুমন্ত্র বা মায়াজালে ধ্রুব’র  প্রথম গানের শ্রোতা-দর্শক বা ভক্ত প্রায় ৫০ লাখেরও বেশি হতে পারে! এ এক বিরল ইতিহাস! এক অভূতপূর্ব প্রাপ্তি! এই বিশালাকার জনপ্রিয়তা শুধু মাত্র ‘আল্লাহতালা’র দান ছাড়া আর কিছু নয়। ধ্রুবকে এখন থেকে সুর নিয়ে গভীরতম সাধনায় ধ্যানমগ্ন হতে হবে।’

‘তোমার হৃদয় যতটুকু/ দিও ততটুকু/ এই টুকুতেই হবে এমন পাওয়া/ যেমন আদম খুঁজে পেয়েছিলো হাওয়া’- এমন সুন্দর কথার গানটি সুর-সংগীতের পাশাপাশি লিখেছেনও বুলবুল নিজেই।

এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘বুলবুল ভাইয়ের মত গুনী মানুষের গান আমি গাইবো এটাকে আমি তার দোয়া হিসেবে নিচ্ছি। তার এই স্নেহের পরশ আমাকে স্মরণ করিয়ে দেয় আমার মা-বাবা, সহধর্মিনী ও আমার সংগীতের আলোকবর্তিকা তরিক আল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রদর্শন করতে। যাদের জন্যই আজ আমি সবার ধ্রুব। পাশাপাশি আমি দর্শক-শ্রোতা ও সমস্ত সংবাদ মাধ্যমের নিকট কৃতজ্ঞ। যতদিন বাঁচব সুস্থ সংগীত নিয়েই বাঁচব।’

নতুন এই গানটি ধ্রুব গুহ’র প্রকাশিতব্য ২য় একক অ্যালবামে স্থান পাবে বলে জানালেন শিল্পী নিজেই।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।