সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ জানুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

নেপালে একদিনের জাতীয় শোক ঘোষণা

নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইনসের প্লেন দুর্ঘটনায় ৬৮ জনের প্রাণহানি হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় সোমবার (১৫ জানুয়ারি) একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের বিচারব্যবস্থা সংস্কারে নবনির্বাচিত সরকারের পরিকল্পনার প্রতিবাদ করে দেশটির তেল আবিব শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারা মনে করেন, এই সংস্কারের ফলে দেশটির গণতন্ত্র হুমকিতে পড়বে।

ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা, নিহত ১৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুর্যোগ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ মুষলধারে বৃষ্টি, বাতাস ও কাদামাটি বিপর্যয় ডেকে এনেছে পুরো ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। গত তিন সপ্তাহে মৃত্যু হয়েছে ১৯ জনের।

মকর সংক্রান্তির দিনেও শীতের দেখা নেই কলকাতায়

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আটকে রয়েছে উত্তরের হাওয়া। সেই কারণেই রোববার (১৫ জানুয়ারি) মকর সংক্রান্তির দিনে তাপমাত্রার পারদ চড়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলে।

নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৮

নেপালে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। ঘটনার সময় প্লেনটিতে মোট ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু। রোববার (১৫ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোবাইল ফোনের বাজারে চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায় ভারত

বলতে গেলে ভারতসহ এশিয়ার অধিকাংশ দেশের মোবাইল ফোনের বাজারে দীর্ঘদিন ধরে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। শুধু মোবাইল নয়, প্রযুক্তির বিশ্ববাজারেই বড় ধরনের প্রভাব রয়েছে দেশটির। তবে সম্প্রতি চীনের মোবাইলে ফোনের বাজারে ভাগ বসানোর পরিকল্পনা করছে ভারত।

নেপালে বিধ্বস্ত প্লেনে ছিল ১৫ বিদেশি যাত্রী

নেপালে অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুইজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক। রোববার (১৫ জানুয়ারি) এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে আরও গোপন নথির সন্ধান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়ি থেকে গোপনীয় নথির আরও পাঁচটি পৃষ্ঠা পাওয়া গেছে। বাইডেনের আইনজীবী রিচার্ড সউবার নথিগুলো খুঁজে পান। সেগুলো তাৎক্ষণিকভাবে বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট-কংগ্রেসে হামলা, সাবেক বিচারমন্ত্রী আটক

ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় দেশটির সদ্য সাবেক বিচার ও জননিরাপত্তা মন্ত্রী অ্যান্ডারসন টরেসকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছুটি কাটিয়ে ব্রাজিলে ফিরে আসার পর শনিবার (১৪ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১

সোমালিয়ার মধ্যাঞ্চল হিরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় একজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার (১৪ জানুয়ারি) সেনাদের দ্বারা পরিচালিত একটি চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।