প্লেন বিধ্বস্ত

কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম: নেপাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩
ছবি সংগৃহীত

নেপালে ভয়াবহ প্লেন বিধ্বস্তের ঘটনায় কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। ৭২ জনের মধ্যে ৬৮ জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চারজনকেও উদ্ধারের চেষ্টা চলছে। খবর বিবিসির।

নেপাল পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রাই বলেছেন, প্লেন দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে মরদেহের অংশগুলোর সন্ধান করছে।

আরও পড়ুন> নেপালে প্লেন দুর্ঘটনা, এখনো নিখোঁজ ৪

এদিকে কাস্কির প্রধান জেলা কর্মকর্তা টেক বাহাদুর কেসি জানিয়েছেন, নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী, নেপাল পুলিশের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা নিখোঁজদের সন্ধান করছে।

কেসি বলেন, উদ্ধারকৃত মরদেহগুলো পোখারা একাডেমি অব হেল্থ সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া চিহ্নিত মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন>নেপালে প্লেন দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তের ভিডিও ভাইরাল

দেশটির অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিকও ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।

আরও পড়ুন>নেপালে বিধ্বস্ত প্লেনে ছিল ১৫ বিদেশি যাত্রী

কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ প্লেন অবতরণের কয়েক মিনিট আগে বিধ্বস্ত হয়।

নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র জগন্নাথ নিরাউলা জানান, ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল বিমানটি। পাহাড়ি এলাকা হলেও দুর্ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল। তাহলে কেন এমন দুর্ঘটনা ঘটলো সেটি নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এমএসএম

 

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।