করোনায় আরও ১৫০৪ মৃত্যু, শনাক্ত ২ লাখ ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২০ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমেছে। একই সময়ে কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬১৩ জন। এ সময়ে করোনায় এক হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩৯ হাজার ১৭১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ২৫ লাখ ৬৫৪ জনে দাঁড়িয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এক হাজার ৫৪৬ জন মারা যান। আলোচ্য সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২ লাখ ৬৭ হাজার ৩৩৬ জন।

আরও পড়ুন: সর্দি-গলা ব্যথায় ভুগছেন, ওমিক্রন বিএফ৭ এর লক্ষণ নয় তো? 

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জাপানে। একই সময়ে এ ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে এর পরেই রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, রাশিয়ার মতো দেশগুলো।

আরও পড়ুন: একসঙ্গে ১৮ জনকে আক্রান্ত করে ওমিক্রন বিএফ৭, জানুন এর লক্ষণ 

এদিকে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২২ হাজার ৪৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৫৪২ জনে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২২৫ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৩৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় মারা গেছেন ৪৫১ জন। এ সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৩৯২ জনের।

আরও পড়ুন: সাধারণ মাথাব্যথা নাকি ওমিক্রন বুঝবেন যেভাবে 

আলোচ্য সময়ে ব্রাজিলে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯২২ জন। এ সময়ে দেশটিতে করোনায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৬৪ জন, তাইওয়ানে ৪৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৭ জন, রাশিয়ায় ৪০ জন করোনায় মারা গেছেন। এ সময়ে বাংলাদেশে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া না গেলেও ৯ জন আক্রান্ত হন।

কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।