এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ইয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। এবার আরেক প্রতিষ্ঠান ইয়াহু ইনকর্পোরেশন জানিয়েছে, ‘অ্যাড টেক ডিভিশন’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে তারা। এতে চাকুরি খোয়াবেন ১৬০০ জনেরও বেশি কর্মী।

ইয়াহু কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।

আরও পড়ুন> এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যালফাবেট

ইয়াহু, ২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে কিনে নেয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিও ডট এন)।

রেকর্ড পরিমাণে মুদ্রাস্ফীতির হার ও মন্দা সম্পর্কে অবিরত অনিশ্চয়তার প্রতিক্রিয়া হিসাবে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। ফলে এমন কড়া সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন> এবার ১৩০০ কর্মী ছাঁটাই করছে জুম

এর আগে গত সপ্তাহে বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

তারও আগে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেড এক সঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানায়। যা তাদের মোট কর্মীর ছয় শতাংশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কঠিন অর্থনৈতিক বাস্তবতার সম্মুখীন হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

আরও পড়ুন> কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

সম্প্রতি কর্মী ছাঁটাই করে আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এরপর একই পথে হাটে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এরপর বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে সাফ জানিয়ে দেয়।

সূত্র: রয়টার্স

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।