কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০


প্রকাশিত: ০২:১২ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৪

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানটি রাজধানী বোগোটা থেকে বাগিয়া সোলানো যাওয়ার পথে বুধবার এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে আটজন যাত্রী ও ‍দুইজন কর্মী ছিল।

কলম্বিয়ার নাকিওনাল ডি এ্যাভিয়াসন কোম্পানির ওই বিমানটি মারিকুইটা পৌরসভার একটি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

মৃতদেহ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে পাইলট জরুরি অবতরণের জন্য কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।