হবিগঞ্জে যুব সংহতি নেতার মরদেহ উদ্ধার, আটক ২


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জের বাহুবলে মিরপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতি সভাপতি রফিক মিয়ার মরিদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের বার আউলিয়া এলাকায় রেললাইন থেকে তার খণ্ডিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রফিক মিয়া শনিবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। রাত ২টার দিকে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। রোববার সকালে খবর পেয়ে পুলিশ বাড়ির পাশ থেকে রক্তমাখা গেঞ্জি, রক্তমাখা কুড়াল ও পাশের একটি পুকুর থেকে তার পরনের লুঙ্গি উদ্ধার করে। বেলা সাড়ে ১১ টায় স্থানীয় লোকজন ওই স্থানে রফিকের খণ্ড খণ্ড মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জাহির মোল্লা (৪৫) ও তার বড় ভাই আবুল কালামকে (৪৮)  আটক করে পুলিশ।

নিহতের ছোট ভাই ছাদিক মিয়া জানান, বাড়ির রাস্তা নিয়ে পাশের বাড়ির জাহির মোল্লাদের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে আটক করা হয়েছে।

এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।