সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইউরোপগামী জাহাজডুবি, ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা
লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার কবলে জুন মালিয়ার গাড়ি
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়া। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনারকবলে পড়ে। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলবেরিয়ায়।
যুক্তরাষ্ট্রে ডিমের দাম ৭০ শতাংশ বেশি
যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। পণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। বিশেষ করে ডিমের ক্ষেত্রে। স্টোরগুলোতে ডিমের দাম বেড়েই চলেছে।
বিকল্প পথে রূপপুরে পণ্য পাঠাচ্ছে রাশিয়া
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বিকল্প পথে পণ্য পাঠাচ্ছে রাশিয়া। রোসাটমের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ওই জাহাজে রূপুপুর পারমাণবিক কেন্দ্রের পণ্য ছিল।
থাইল্যান্ড ভ্রমণ, ‘এন্ট্রি ফি’ দিতে হবে বিদেশিদের
বিদেশি পর্যটকদের জন্য ‘এন্ট্রি ফি’ আরোপ করতে যাচ্ছে থাইল্যান্ড। আগামী জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। করোনা মহামারি কাটিয়ে পর্যটনখাত ঘুরে দাঁড়ানোয় দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খবর ব্লুমবার্গের।
ভারত জানেই না জনসংখ্যা কত
দু’মাসের মধ্যে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত। অথচ তারা জানেই না, দেশে কত মানুষ রয়েছে। আগামী এক বছরের মধ্যে তা জানার সম্ভাবনাও নেই। কারণ ১৪০ কোটির বেশি মানুষকে গণনার কাজ এখনো শুরুই হয়নি।
পদত্যাগ করছেন স্কটল্যান্ডের সরকারপ্রধান
স্কটল্যান্ডের সরকারপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিকোলা স্টার্জন। আট বছরের বেশি সময় ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করে আসছেন।
এবার ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডে পাঁচ দশমিক সাত মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ওয়েলিংটনের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর আগে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে নিউজিল্যান্ডে বন্যা ও ভূমিধস দেখা দেয়। ফলে এই মুহূর্তে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি।
৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে বেরোলেন নারী
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে নয়দিনেরও বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই নারীকে উদ্ধারের দৃশ্য।
তুরস্কে ত্রাণ পাঠালো রোহিঙ্গারা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, অত্যাচার-নির্যাতন এবং সংখ্যালঘু সম্প্রদায়টির অধিকারের প্রশ্নে বিশ্বের অন্যতম সোচ্চার কণ্ঠ তুরস্ক। বাংলাদেশে পালিয়ে আসার পর রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানো প্রথম কয়েকটি দেশের মধ্যেও ছিল তুরস্ক। আজ সেই দেশটিতে ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকটে স্বভাবতই চুপ থাকতে পারেনি রোহিঙ্গারা। তুরস্কের ভূমিকম্প দুর্গতদের জন্য যথাসাধ্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে তারা।
এমএসএম/জিকেএস