হংকংয়ে ৪২ তলা ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৩ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

হংকংয়ের কাউলুন জেলায় নির্মাণাধীন ৪২ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা আশপাশের কয়েকটি ব্লকের বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন।

সংশ্লিষ্টরা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা ১১ মিনিটে ঘনবসতিপূর্ণ সিম শা সুইয়ের কেন্দ্রস্থলে আগুন লাগে। এটি একটি জনপ্রিয় শপিং মার্কেট ও পর্যটন জেলার পাশে অবস্থিত।

আগুন ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগের মধ্যে শুক্রবার ভোরের দিকে তিনটি ভবনে বসবাসকারী প্রায় ১৩০ জনকে সরিয়ে নেওয়া হয় অন্যত্র।

jagonews24

শুক্রবার সকাল ৮টার দিকে সরকারের তরফে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, তিনটি সংলগ্ন ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। শেরাটন হংকং হোটেল অ্যান্ড টাওয়ারেও আগুন লেগেছিল, তবে পরে নিভে গেছে। কোনো আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।

৪২ তলা গগনচুম্বী এই ভবনটির নির্মাণ কাজ প্রায় হচ্ছিল। 

সূত্র: আল-জাজিরা

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।