কেনিয়ার বিমান হামলায় নিহত ৮৯


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

কেনিয়ার বিমান হামলায় আল শাবাবের অন্তত ৮৯ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই বিদেশী যোদ্ধা। দেশটির সেনাবাহিনী শুক্রবার এ দাবি করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড ওবোনি জানান, বৃহস্পতিবার কেনিয়ার দুটি যুদ্ধবিমান আল শাবাবের আরাআরা ঘাঁটিতে হামলা চালায়। ঘাঁটিটি বিদেশী যোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো।

নিহতদের মধ্যে ব্রিটেন, ইয়েমেন, পাকিস্তান ও সোমালিয়ার নাগরিক রয়েছে। পাশের একটি বাগানে লাশগুলোর কবর দেওয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

বিমান হামলার সময় আল শাবাবের হামলায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ওবোনি জানান, অভিযান শেষ করে ফেরার সময় বিমানটিতে আগুন ধরে যায়।

এর আগে, আল শাবাব কেনিয়ার বিমানটি গুলি করে ভূপাতিত করার কথা বললেও দেশটির সেনাবাহিনী তা অস্বীকার করে। সেনাবাহিনীর দাবি, টেকনিক্যাল সমস্যায় বিমানটি বিধ্বস্ত হয়। - আনাদুল্যু নিউজ এজেন্সি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।