সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৪ মার্চ ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে কেউই জিতবে না: মেদভেদেভ

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যে সম্ভাব্য সংঘাতের ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। গণমাধ্যমে দেওয়া এক সক্ষাৎকারে মেদভেদেভ বলেন, কেবল সম্মুখ যুদ্ধের মাধ্যমেই বোঝা যাবে কোন দেশের সেনাবাহিনী শ্রেষ্ঠ। তবে মার্কিন সেনাবাহিনীকে এক নম্বর বলাটা ভুল। যদি এই দুই দেশের সেনাবাহিনী যুদ্ধ শুরু করে তাহলে কে জয়ী হবে তা আমরা কীভাবে বলবো। আসলে দুই দেশের কেউ জিতবে না।

মোদীবিরোধী নেতারাই নিশানা হয়ে উঠেছেন বিজেপির

তিক্ততা ভুলে লোকসভা থেকে বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও। তবে মমতা বা অভিষেক, কেউই রাহুলের নাম নেননি। কিন্তু টুইটের সময় দেখে মনে করা হচ্ছে, নাম না নিলেও রাহুলের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী ও দলের সাধারণ সম্পাদক।

বার্ড ফ্লু ছড়ানো এলাকার ডিম শ্রীলঙ্কায় পাঠাচ্ছে ভারত, পিস ৪ টাকা

আর্থিক ঘাটতি ও ব্যাপক মূল্যস্ফীতির জেরে শ্রীলঙ্কায় চড়া ডিমের বাজার। দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ৩০ শ্রীলঙ্কান রুপিতে (প্রায় ১০ টাকা)। এর ফলে চরম সমস্যায় পড়েছে সেখানকার সাধারণ মানুষ। এ অবস্থায় দাম কমাতে প্রতিবেশী ভারত থেকে ২০ লাখ ডিম কেনার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান সরকার। কিন্তু সমস্যা অন্যখানে। ভারত যেসব এলাকার ডিম শ্রীলঙ্কায় পাঠাচ্ছে, ওইসব এলাকায় সম্প্রতি বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে ভারত থেকে ডিম নেওয়া ঠিক হবে কি না, তা নিয়ে দ্বিধায় ভুগছে শ্রীলঙ্কা।

সিরিয়ায় ড্রোন হামলায় মার্কিন ঠিকাদার নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে ড্রোন হামলায় মার্কিন এক ঠিকাদার নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকরা বসবাস করে এমন একটি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মনে করা হচ্ছে, ড্রোনটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। খবর সিএনএনের।

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল

‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছরের কারাদণ্ড পাওয়া রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার (২৪ মার্চ) লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর এনডিটিভির।

ফ্রান্সে বিক্ষোভকারী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, গ্রেফতার ১৭২

ফ্রান্সে পেনশনের বয়সসীমা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে এ ধরনের সংঘর্ষ ঘটেছে। বার্তা সংস্থা এএফপি বলছে, সরকারের প্রস্তাবিত অবসর নীতিমালার বিরুদ্ধে ফ্রান্সে চলমান বিক্ষোভে এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

মার্কিন কংগ্রেসে প্রশ্নবানে জর্জরিত টিকটক সিইও

টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ মার্কিন কংগ্রেসের মুখোমুখি হয়েছিলেন গত বৃহস্পতিবার (২৩ মার্চ)। সেখানে প্রায় সাড়ে চার ঘণ্টা আইনপ্রণেতাদের একের পর এক প্রশ্নবানে জর্জরিত হন তিনি। এদিন চীনা অ্যাপটির বিরুদ্ধে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যরা যেভাবে একাট্টা হয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটি বেশ বিরল ঘটনা।

পাকিস্তানে বিনামূল্যে আটা নিতে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ১

পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানে রোজার প্রথম দিনে বিনামূল্যে আটা-ময়দা নিতে হাজির হয়েছিলেন অনেকে। এসময় আটা সংগ্রহ করতে গিয়ে লেগে যায় হুড়োহুড়ি। পদদলিত হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন।

হিনডেনবার্গের প্রতিবেদনে এবার ডুবছেন জ্যাক ডরসি

গৌতম আদানির বাণিজ্যিক সাম্রাজ্য টালমাটাল করে দেওয়া হিনডেনবার্গ রিসার্চ আরও একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এবারের নিশানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা ব্লক ইনকরপোরেটেড। বৃহস্পতিবার (২৩ মার্চ) মোবাইল পেমেন্ট সম্পর্কিত সংস্থাটির বিষয়ে বিশাল দুর্নীতি লুকানোর অভিযোগ তোলে হিনডেনবার্গ। আর তারপর থেকেই হয়তো ভরাডুবি শুরু হয়েছে এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির। খবর ব্লুমবার্গের।

রোজার প্রথম দিনেই ইসরায়েলের হামলায় এক ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে রোজার প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) তুলকারেম শহরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।