ইবোলায় দুই চিকিৎসকের মৃত্যু


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৪

প্রাণঘাতী ইবোলায় আক্রান্ত হয়ে শুক্রবার সিয়েরালিওনের দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই নিয়ে পশ্চিম আফ্রিকার দেশটিতে ইবোলায় মৃত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১০-এ। দেশটির সরকারি কর্মকর্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আলজাজিরা।

এতে বলা হয়েছে, ইবোলায় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে অন্তত ৩৫০ স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এর মধ্যে ১০৬ জনই সিয়েরালিওনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমাদের স্বাস্থ্যকর্মীদের এরূপ রক্তক্ষরণে আমরা বিপর্যস্ত।

সরকারের তরফ থেকে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইবোলায় নতুন করে দুই চিকিৎসক মারা গেছেন। কীভাবে তারা ইবোলা ভাইরাসে আক্রান্ত হলেন কিংবা কোথাও তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল কি না এ সব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইবোলায় এ পর্যন্ত অন্তত ছয় হাজার ২০০ মানুষ প্রাণ হারিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।