সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৫ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গ্রেফতারের পর মুক্ত ট্রাম্প
গ্রেফতারের কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণ ছেড়ে গেছেন। এর আগে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুস দেওয়ার মামলায় গ্রেফতার হন ট্রাম্প। তারও আগে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন সাবেক এ প্রেসিডেন্ট। একপর্যায়ে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা, ৪০০ ফিলিস্তিনি গ্রেফতার
পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরের আগে এই হামলা চালানো হয়। সে সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহারের মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে।

জাতিসংঘ মিশনে কাজ করতে পারবেন না আফগান নারীরা
আফগানিস্তানে নারীদের ওপর আরও নিষেধাজ্ঞা বাড়ালো তালেবান। দেশটিতে জাতিসংঘ মিশনে এনজিওগুলোতে নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, পূর্ব নানগারহার প্রদেশে জাতিসংঘের নারী কর্মীদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

অনিশ্চয়তা এড়াতে দেশ ছাড়ছে শ্রীলঙ্কার মধ্যবিত্তরা
শ্রীলঙ্কায় গত বছর চরম অর্থসংকটের মুখে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের জন্য মানুষের যে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল, প্রায় একই অবস্থা ছিল দেশটির অভিবাসন বিভাগের সামনেও। ২০২২ সালে লঙ্কান অভিবাসন কর্তৃপক্ষ প্রায় ৮ লাখ ৭৫ হাজার পাসপোর্ট ইস্যু করেছে, যা তাদের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। কলম্বোর এ ভবনটির বাইরে অপেক্ষমান মানুষগুলো চরম অভাব, মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজছিল।

বাইডেন প্রশাসনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, জো বাইডেন প্রশাসনের অধীনে সম্ভবত তৃতীয় পরমাণু বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ব। বর্তমান মার্কিন প্রশাসন দেশকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রাক্তনের বিয়েতে বোমাসহ হোম থিয়েটার উপহার, বিস্ফোরণে বরের মৃত্যু
নবদম্পতির জীবনের শুরুটা এমন হবে কেউ আশা করেনি। হোম থিয়েটার বিস্ফোরণে বরের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ওই দম্পতি বিয়েতে উপহার পেয়েছিলেন হোম থিয়েটার। বিস্ফোরণের ঘটনায় বর এবং তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও চারজন। এদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর।

পা ফেলার জায়গা নেই নাখোদা মসজিদ সংলগ্ন ইফতারি বাজারে
চলছে পবিত্র রমজান মাস। এই সময়ে কলকাতার ভোজনরসিক বাঙালিদের অন্যতম পছন্দের গন্তব্য নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিটের ইফতারি বাজার। সূর্য ডোবার আগে এলাকাটি পা ফেলার জায়গা থাকে না। সন্ধ্যার পরেও বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে দোকানে দোকানে ভিড় করে সব ধর্মের মানুষ। শুধু পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও ভিড় জমান জাকারিয়া স্ট্রিটের ইফতারি বাজারে।

নামাজের মধ্যে ইমামের কাঁধে লাফিয়ে উঠলো বিড়াল
মসজিদে তারাবিহর নামাজ পড়াচ্ছেন ইমাম। পেছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো মুসল্লিরা। এর মধ্যেই হঠাৎ একটি বিড়াল লাফিয়ে ইমামের কাঁধে উঠে বসে। এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আগের মতোই ধীরস্থিরভাবে নামাজ পড়ানো অব্যাহত রাখেন ইমাম। সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। যা আগের দিনের তুলনায় ৪৬ শতাংশ বেশি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬৩ দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। একই সঙ্গে দেশটিতে অ্যাক্টিভ কেসের হারও বেড়েছে।

ঢাকার বায়ু সহনীয়, দূষণের শীর্ষে চিয়াং মাই
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাস আজ সহনীয়। বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় সকালে বিশ্বের ১০টি শহরের খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।