বারাক ওবামা হাসপাতালে
গলার সমস্যা নিয়ে গতকাল ওয়াশিংটনের এক হাসপাতালে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত দু্` সপ্তাহ ধরেই গলার সমস্যার কথা জানিয়ে আসছিলেন ওবামা। এতে তার ব্যক্তিগত চিকিৎসক তাকে ওয়াশিংটন ডিসির ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে পরীক্ষার কথা সুপারিশ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই হাসপাতালটিতে গেলে গতকাল সকালে ওবামার গলায় ফাইবার অপটিক টেস্ট করানো হয়। টেস্টে তার গলায় স্রেফ এসিডজনিত প্রদাহ [এসিড রেফ্লাক্স] ধরা পড়ে। এটা ওবামার গুরুতর স্বাস্থ্যগত সমস্যা নয় বলে হোয়াইট হাউস জানিয়েছে।
ফোর্ট বেলভোয়া মেডিকেল সেন্টারের একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ওবামার গলায় ফাইবার অপটিক পরীক্ষাটি করেন।হাসপাতালের এক বিবৃতিতে পরীক্ষার ফলাফল স্বাভাবিক বলে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওবামার গলার সমস্যার উপসর্গ এসিড রেফ্লাক্সের সঙ্গে সম্পর্কিত সফট টিসু্যর প্রদাহের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হবে।
বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে ওবামার গলায় সিটি স্ক্যান করার কথাও বলা হয়েছে বিবৃতিতে। গতকাল দুপুরের পর ওবামার গলার সিটি স্ক্যান করা হয়েছে বলে হোয়াইট হাউস মেডিকেল ইউনিটের পরিচালক জানিয়েছেন। ওবামার স্রেফ কাজের সূচির সুবিধার্থেই এমনটি করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, হোয়াইট হাউস ওবামার গলার এ সমস্যাকে স্বাভাবিক স্বাস্থ্যগত ব্যাপার বলে জানিয়েছে। এটা তার স্বাস্থ্যগত ইমার্জেন্সি কোনো বিষয় নয়।