পাকিস্তানে আল-কায়েদার কমান্ডার নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে রোববার মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার এক কমান্ডারসহ পাঁচজন নিহত হয়েছে। খবর ডননিউজ ও আলজাজিরার।
দত্তখেলের খাত্তাঙ্গি এলাকায় ছোঁড়া দুটি মিসাইলের আঘাতে আল-কায়েদা কমান্ডার উমর ফারুক নিহত হন। সংগঠনটির এই কমান্ডার উমর উস্তাদ ও উস্তাদ ফারুক নামেও পরিচিত ছিলেন।
ওই হামলায় মোট পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। পাকিস্তানী গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে।
ধারণা করা হয়ে থাকে, উমর ফারুক আফগানিস্তান ও পাকিস্তানে আল-কায়েদার অপারেশন ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি পাকিস্তানে সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।