পাকিস্তানে আল-কায়েদার কমান্ডার নিহত


প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে রোববার মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার এক কমান্ডারসহ পাঁচজন নিহত হয়েছে। খবর ডননিউজ ও আলজাজিরার।

দত্তখেলের খাত্তাঙ্গি এলাকায় ছোঁড়া দুটি মিসাইলের আঘাতে আল-কায়েদা কমান্ডার উমর ফারুক নিহত হন। সংগঠনটির এই কমান্ডার উমর উস্তাদ ও উস্তাদ ফারুক নামেও পরিচিত ছিলেন।

ওই হামলায় মোট পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে। পাকিস্তানী গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

ধারণা করা হয়ে থাকে, উমর ফারুক আফগানিস্তান ও পাকিস্তানে আল-কায়েদার অপারেশন ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি পাকিস্তানে সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।