ছিনতাইকারীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ০৮ মার্চ ২০১৬

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল হোসেন পলাশ (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগেরও সহ-সভাপতি ছিলেন।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে ভৈরবপুর দক্ষিণ পাড়ায় এলাকার আনোয়ার হোসেনের ছেলে শোভনকে (৩০) দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

এলাকবাসী জানায়, সোমবার রাত সোয়া ১১টায় ইসমাইল হোসেন পলাশ স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে শহরের চণ্ডিবের এলাকায় নিজ বাসায় রিকশাযোগে ফিরছিলেন। পথিমধ্যে ভৈরবপুর উত্তর পাড়ার নাটাল সংলগ্ন বাবুল কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছলে ছিনতাইকারীরা রিকশার গতিরোধের পর তাকে ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরে রাত ১২টায় তিনি মারা যান। মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানায়, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পলাশ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে ডাক্তাররা জানিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুরে অস্ত্রসহ শোভন নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

আসাদুজ্জামান ফারুক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।