মারা গেলেন ছেলের হাতে জিম্মি বাবা
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকাসক্ত যুবক জনির পিটুনিতে গুরুতর আহত বাবা এমদাদুল হক মানিক মারা গেছেন। সকালে বাবাকে জিম্মি করে পিটিয়ে আহত করেছিল মাদকাসক্ত ছেলে জনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়ার পথে বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে বাবাকে উদ্ধার করতে গিয়ে মাদকাসক্ত যুবকের হামলায় আহত হয়েছেন কটিয়াদী থানার ওসি মো. আবদুস ছালামসহ তিন পুলিশ কর্মকর্তা। আহত অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন- এসআই মাইন উদ্দিন ও এসআই মো. আবুল কালাম আজাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী এমদাদুল হক মানিকের মাদকাসক্ত ছেলে জনি মঙ্গলবার রাতে পশ্চিমপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে লাঠি নিয়ে তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে জনি নিজের ঘরে এসে তার বাবাকে জিম্মি করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়।
পরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় মানিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাকে প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
কটিয়াদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নূর মোহাম্মদ/এসএস/আরআইপি