শান্তি আলোচনায় অংশ নেবে সিরিয়ার বিরোধীরা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১২ মার্চ ২০১৬

শান্তি আলোচনায় যোগ দেয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী পক্ষ। সোমবার তারা শান্তি আলোচনায় যোগ দেবে। খবর ডনের।

খবরে বলা হয়েছে, শান্তি আলোচনায় অংশ নেয়ার ঘোষণা দেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার সিরিয়ায় ধাপে ধাপে যুদ্ধের পরিকল্পনা বৃদ্ধি করছে বলেও অভিযোগ করেছেন তারা।  

দেশটিতে পাঁচ বছর ধরে চলা সহিংসতা বন্ধ করতে যুদ্ধবিরতির দু`সপ্তাহ পরে জেনেভায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।

সর্বোচ্চ সমঝোতা কমিটি জানিয়েছে, সিরিয়ার রক্তপাত বন্ধ এবং একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায় তারা ওই আলোচনায় যোগ দেবে। দেশটিতে সংঘাত বন্ধ করতে আন্তর্জাতিক যেসব প্রচেষ্টা হাতে নেয়া হয়েছে তারা তা অনুসরণ করবে।  

তবে শুক্রবার এক বিবৃতিতে দেশটিতে যুদ্ধ বন্ধে সিরিয়া সরকারের সঙ্গে কোনো চুক্তিতে আসার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছিল তারা। কেননা দেশটিতে চলমান সহিংসতার কারণে এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর এই সহিংসতার পেছনে আসাদ সরকারকেই দায়ী করে বিদ্রোহী পক্ষগুলো। এই যুদ্ধের কারণেই মধ্যপ্রাচ্য এবং ইউরোপে শরণার্থী সংকট এমন প্রকটভাবে দেখা দিয়েছে।

আলোচ্য বিষয়বস্তুর জন্য দলগুলো দু`বছর আগে শান্তি আলোচনা বাতিল করেছিল।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।