সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৪ জুন ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

দৃশ্যপটে ওয়াগনার বাহিনী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন মোড়

এক রাতের মধ্যে পাল্টে গেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্যপট। আলোচনায় এখন রাশিয়ার গৃহযুদ্ধ। এই পটপরিবর্তনে যে বাহিনীটি কাজ করছে তার নাম ওয়াগনার বাহিনী। রাশিয়ার এই বেসরকারি ভাড়াটে বাহিনী শুরু থেকেই ইউক্রেনের বিরুদ্ধে সামনের সারিতে যুদ্ধ করছে। অথচ এখন তারা অবস্থান নিয়েছে নিজ দেশের সেনার বিরুদ্ধে। এতে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত তুরস্ক: এরদোয়ান

রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে দেশটির বেসরকারি ভারাটে ওয়াগনার বাহিনী। এত দিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলেও এখন নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই অবস্থান নিয়েছে তারা। এনিয়ে রাশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন এরদোয়ান।

সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপ-ন্যাটো

রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে তাদেরই ভাড়াটে সৈন্যবাহিনী ওয়াগনার। এতদিন পুতিনের পক্ষে কাজ করে আসা এই গ্রুপটি এখন হঠাৎ করেই রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ন্যাটো ও ইউরোপীয় নেতারা। শনিবার (২৪ জুন) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ও সামরিক জোটটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

চরম সংকটে পুতিনের নেতৃত্ব, এবার লড়তে পারেন নিজের জীবনের জন্য

আল-জাজিরাকে দেওয়া এক সক্ষাৎকারে একজন স্বাধীন সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার জানিয়েছেন, গত ২২ বছরের বেশি সময় ধরে রাশিয়ায় ক্ষমতায় রয়েছেন পুতিন। এত বড় সংকটে আগে কখনো পড়েননি তিনি। এখন দৃশ্যমান চ্যালেঞ্জের মুখে পুতিনের নেতৃত্ব। তাই আমি বিশ্বাস করি এখন তিনি তার জীবনের যুদ্ধ করবেন, যা খুবই মারাত্মক।

রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা

রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে ওয়াগনার বাহিনী। রুশ এই ভাড়াটে বাহিনী এত দিন ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করে আসছিল। কিন্তু হঠাৎ গুরুত্বপূর্ণ বাহিনীটি রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধেই অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণকারীদের সতর্ক করে জানিয়েছে, রাশিয়াজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।

রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে: পুতিন

যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি অনিবার্য শাস্তির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, রাজধানী মস্কো এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির মুখে। বিদ্রোহীদের কার্যকলাপকে তিনি পিঠে ছুরিকাঘাত বলে বর্ণনা করেছেন।

২ বছরের শিশুর গুলিতে অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রে দুই বছরের একটির শিশুর গুলিতে তার অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন) ওহাইও অঙ্গরাজ্যে ওই দুর্ঘটনা ঘটে। সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই শিশুটি তার বাবার হ্যান্ডগান দিয়ে গুলি চালালে দুর্ঘটনাক্রমে সেটা তার মায়ের গায়ে লাগে। এই ঘটনায় ওই শিশুর মা (৩১) এবং তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে।

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৩৭ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ইতালি-তিউনিসিয়ার মাঝামাঝি ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭ নিখোঁজ রয়েছেন। তবে কপালজোরে জীবিত উদ্ধার হয়েছেন কয়েকজন। বেঁচে যাওয়া চার আরোহীর বরাতে শুক্রবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

বিজেপি ফের ক্ষমতায় এলে আর কোনো নির্বাচন হবে না: মমতা

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জনতা পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে উদ্দেশ্যে দেশটির প্রধান বিরোধীদলগুলো জোট বাঁধতে চায়। সে লক্ষ্যে বিহারের রাজধানী পাটনায় শুক্রবার (২৩ জুন) বৈঠকে বসেছিলেন দেশটির ১৫টি বিরোধীদলের নেতারা। নিজেদের বিরোধিতা ভুলে গিয়ে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিতে শোনা গেছে তাদের।

অভিযান শেষ না হতেই নতুন সাবমেরিন-চালকের খোঁজে ওশানগেট

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে নিজেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে পর্যটকবাহী ছোট্ট সাবমেরিন টাইটান। সলিল সমাধি হয়েছে এর পাইলটসহ পাঁচ আরোহীর, যাদের মধ্যে ছিলেন সাবমেরিনটির মালিক ওশানগেটের প্রধান নির্বাহীও। অথচ সেই শোক কাটতে না কাটতেই নতুন সাবমেরিন-চালকের খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কোম্পানিটি।

এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।