রাজাকার আর মুক্তিযোদ্ধাকে এক পাল্লায় মাপা যায় না


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ মার্চ ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমি নিরপেক্ষ নই, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্যের পক্ষে। আমি রাজাকারকে রাজাকার বলি, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বলি। তাই বলে রাজাকার আর মুক্তিযোদ্ধাকে তো এক পাল্লায় মাপতে পারি না। একাত্তরের যুদ্ধ নিয়ে মাঝে হাটার সুযোগ নেই। হয় পাকিস্তানের পক্ষে আর না হয় বাংলার মানুষের পক্ষে। যারা মাঝে থাকেন তারাও পাকিস্তানের পক্ষেই।

সোমবার রাত সাড়ে ৭টায় কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সংগঠন ‘অধুনা থিয়েটার’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এদেশে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসের ঠাঁই নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিবাদের পাহারাদার আর আগুন সন্ত্রাসের নেত্রী। আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা আর গণতন্ত্রের নেত্রী হাসিনাকে এক করবেন না। তাই জঙ্গিবাদের পাহারাদার খালেদা জিয়া ও তার দল বিএনপির বিরুদ্ধে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আর না হয় দেশে আবারো আগুন সন্ত্রাস হবে।

অধুনা থিয়েটারের সহ-সভাপতি অ্যাড. নাজনীন কাজলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, রাজনীতিবিদ মফিজুর রহমান বাবলু, আরএফএল প্লাস্টিক গ্রুপের হেড অব মার্কেটিং এসএম আরাফাতুর রহমান, কুমিল্লা সংস্কৃতি উৎসবের পরিচালক মনজুরুল আজিম পলাশ, জেলা জাসদ সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ।

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।