জাপানে ট্রেনে ছুরি নিয়ে হামলা, আহত ৩
জাপানের একটি ট্রেনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) ওই হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, তারা ছুরি নিয়ে হামলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ফের হাসপাতালে নেতানিয়াহু
টেটসুয়া সাকাগামি দমকল বিভাগ জানিয়েছে, হামলার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ওই ট্রেনের কন্ডাক্টর। তার বয়স ২০ বছর। এছাড়া আহত অপর দুজন হলেন ওই ট্রেনের যাত্রী। তাদের বয়স ২০ এবং ৭০ এর মধ্যে। ওই দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ এএফপিকে জানিয়েছে, ওসাকা অঞ্চলের রিংকু টাউন স্টেশন থেকে যখন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয় তখন তার কাছে তিনটি ছুরি ছিল। ওই সন্দেহভাজন ব্যক্তির বয়স ৩৭ বলে জানানো হয়।
হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং ইতোমধ্যেই তিনি হামলা চালানোর কথা স্বীকার করেছেন। পুলিশ বলছে, কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন সে বিষয়ে তারা তদন্ত করছেন।
আরও পড়ুন: ‘আমি চোর ধরি, ওরা টাকা নিয়ে ছেড়ে দেয়’
জাপানে এ ধরনের সহিংতার ঘটনা খুবই বিরল। দেশটিতে হত্যা বা খুনের ঘটনা খুবই কম দেখা যায় এবং বন্দুক আইনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কঠোর দেশ এটি।
তবে সাম্প্রতিক সময়ে ছুরিকাঘাত এমনকি গুলি চালিয়ে হত্যার ঘটনাও ঘটছে। গত বছর গুলি করে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে হত্যা করা হয়। ওই ঘটনায় পুরো দেশে শোকের ছায়া নেমে আসে।
টিটিএন