ইরাকি বালিকার ঘোড়ার প্রতি মমত্ববোধ, মন কেড়েছে দুবাই শাসকের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৫ জুলাই ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইরাকের সর্বকনিষ্ঠ ঘোড়ার সওয়ার লানিয়া ফখেরকে কয়েকটি ঘোড়া উপহার হিসেবে দিয়েছেন। তার জন্য একটি ট্রেইনিং সেন্টার প্রতিষ্ঠায় সহায়তা করবেন বলেও ঘোষণা দিয়েছেন শেখ মোহাম্মাদ।

জেসনো নামের নিজের একমাত্র বন্ধুর মতো ঘোড়াকে হারিয়ে ভেঙে পড়েন লানিয়া। সম্প্রতি এরকমই এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই সহানুভূতি প্রকাশ করেন।

আরও পড়ুন>১৩ বছর সংসার সামলানোর অভিজ্ঞতা, চাকরির সিভিতে সগর্ব ঘোষণা নারীর

লানিয়ার বয়স আট বছর। ইরাকের কুর্দি অঞ্চলের সর্বকনিষ্ঠ ঘোড়ার সওয়ার হিসেবে মনে করা হয় তাকে। সম্প্রতি নিজের ঘোড়া হারিয়ে শোকে ভেঙে পড়ে লানিয়া। পাঁচ বছর বয়সে গোড়াটি সে বাবার নিকট থেকে উপহার পেয়েছিল। ঘোড়াটি শুধু একটা পোষা প্রাণী ছিল না, এটি ছিল তার ঘনিষ্ঠ বন্ধুর মতো।

ঘোড়াটি অসুস্থ হওয়ার পরও যত্ন নিতে পিছ পা হয়নি এই আট বছর বয়সী বালিকা। যদিও পশু চিকিৎসক তাকে ঘোড়াটির কাছে যেতে নিষেধ করেছিল। তাছাড়া ঘোড়াটির মৃত্যুর পড়ে সে বিভিন্ন ধরনের ফল নিয়ে সমাধিস্থলে যায়।

ঘোড়ার সওয়ার হওয়ার প্রতি তার ভালোবাসা অফুরান্ত। কুর্দিস্তান অঞ্চলের তরুণদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার স্বপ্ন লানিয়ার। তার এই ভালোবাসর নিদর্শন পৌঁছে গেছে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ বহু মানুষের কাছে।

আরও পড়ুন>রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি যুবকের!

লানিয়ার আবেগ ও উৎসাহ দেখে দুবাইয়ের শাসক ঘোড়া উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি একটি প্রশিক্ষণ সেন্টারও খুলে দেবেন।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।