‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে ম্যালওয়্যার বসিয়েছে চীন’
যুক্তরাষ্ট্রের জ্বালানি ও যোগাযোগ খাতের নেটওয়ার্কে ম্যালওয়্যার স্থাপন করেছে চীন। এসব ম্যালওয়্যার ‘টাইম বোমা’ হিসেবে কাজ করছে ও যেকোনো সময় সংশ্লিষ্ট নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। এমনটিই বিশ্বাস করে জো বাইডেন প্রশাসন।
গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শনিবার (২৯ জুলাই) নিউইয়র্ক টাইমস বলেছে, ম্যালওয়্যারটি সম্ভবত চীনের পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) মার্কিন সামরিক অভিযান ব্যাহত করার ক্ষমতা দিয়েছে। বিশেষ করে, ভবিষ্যতে তাইওয়ানের বিরুদ্ধে বেইজিংয়ের সামরিক অভিযানের বিপরীতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে গেলে এ ম্যালওয়্যারটি ব্যবহার করা হতে পারে।
আরও পড়ুন: চীনা প্রেসিডেন্টের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বৈঠক
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ম্যালওয়্যার ব্যবহার করে চীন কেবল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির পানি, জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থাকেই বাধাগ্রস্ত করবে না, বরং সাধারণ বাড়িঘর ও ব্যবসা-বাণিজ্যেও বাধা সৃষ্টি করতে পারবে।
দুই মাস আগে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সতর্ক করে বলেছিল যে, চীনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। মাইক্রোসফট সে সময় আরও বলেছিল, যুক্তরাষ্ট্রের অন্যতম সামরিক ঘাঁটি গুয়ামের সেনা অবকাঠামো নেটওয়ার্কেও চীনা ম্যালওয়্যারের অনুপ্রবেশ করানো হয়েছে। এমনকি, শুধু গুয়াম নয় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব নেটওয়ার্কেই এ ধরনের ম্যালওয়্যার স্থাপনের কাজ করছে চীনা হ্যাকাররা।
আরও পড়ুন: ভারতীয়দের মার্কিন গ্রিন কার্ড পেতে সময় লাগবে ১৯৫ বছর!
মাইক্রোসফটের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চীন ২০২১ সাল থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো, আঞ্চলিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে বাধা দেওয়া।
একই সময়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ব্রিটেনের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, চীনা হ্যাকাররা সম্ভবত বিশ্বজুড়েই হ্যাকিং কার্যক্রম চালাচ্ছে যা ব্যাপকভাবে নেটওয়ার্ক পরিকাঠামোকে প্রভাবিত করছে।
এদিকে, চীনা ম্যালওয়্যার আবিষ্কারের পর শীর্ষস্থানীয় সামরিক, গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠক করেছে হোয়াইট হাউজ। মার্কিন কংগ্রেসের এক কর্মকর্তা ম্যালওয়্যার অপারেশনটিকে ‘টাইম বোমা’ বলে আখ্যা দিয়েছেন।
আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কলম্বিয়ায় প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডাম হোজ বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো কঠোর সাইবার নিরাপত্তা অনুশীলন বাধ্যতামূলক করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো আক্রমণ বা বাধা প্রতিহত করতে নিরলসভাবে কাজ করছে বাইডেন প্রশাসন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এসএএইচ