পার্টিতে না নিয়ে যাওয়ায় প্রেমিকার পায়ে গুলি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

পার্টিতে না নিয়ে যাওয়ার কারণে প্রেমিকাকে গুলি করেছেন এক প্রেমিক। জানা গেছে, ১৭ বছর বয়সী ওই প্রেমিকার পায়ে গুলি করা হয়। এ ঘটনার জেরে ওই প্রেমিককে জামিন না দিয়ে কারাগারে রাখা হয়েছে। দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

গুলি করে প্রেমিকাকে গুরুতর আহত করার অপরাধে উটাহ অঙ্গরাজ্যের ফাহাদ মাহদির নামে প্রথম ডিগ্রির অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন>বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ৬০

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ আগস্ট এই ঘটনা ঘটেছে। মূলত নিজেকে উপেক্ষিত মনে করায় প্রেমিকাকে গুলি করার পরিকল্পনা করেন মাহদি।

১৮ বছর বয়সী মাহদি প্রেমিকাকে আগেই সতর্ক করে বলেছিলেন তাকে পার্টিতে না নিয়ে গেলে সমস্যা হবে। কিন্তু ওই তরুণী প্রেমিকের কথা না শুনে একাই পার্টিতে যায়। কিন্তু এর কিছুক্ষণ পরে ওই পার্টিতে গিয়ে হাজির হন মাহদি। সেখানে গিয়ে সবার সামনেই প্রেমিকাকে মারধর করার হুমকি দেন।

পরে সন্ধ্যার দিকে মেয়েটি এক বন্ধুর গাড়ির পেছনের সিটে বসে ছিল। তখন মাহদি হাঁটু গেড়ে তার পায়ে গুলি করে। ঘটনার পরই বন্ধু মেয়েটিকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে তার অপারেশন করা হয়।

আরও পড়ুন>এক ডলার সমান পাকিস্তানি ৩০৩ রুপি

ঘটনাস্থলে পুলিশকে ডাকা হলে, মেয়েটি মাহদিকে গুলি করা ব্যক্তি হিসেবে শনাক্ত করে। ১৮ বছর বয়সী ওই তরুণকে পরে দক্ষিণ জর্ডান শহরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।