সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ আগস্ট ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
পাকিস্তান সুপ্রিম কোর্ট/ ইমরান খানের কারাদণ্ডের রায়ে গুরুতর ত্রুটি ছিল
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া তিন বছরের কারাদণ্ডের রায় নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সর্বোচ্চ আদালত। ওই রায়ে গুরুতর ত্রুটি ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ।
কোরআন অবমাননা ঠেকাতে নতুন আইন পাস করছে ডেনমার্ক
শুক্রবার (২৫ আগস্ট) ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড বলেন, সরকার একটি প্রস্তাব পেশ করবে, যা একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বস্তুর প্রতি বিদ্বেষমূলক আচরণ নিষিদ্ধ করবে। প্রকাশ্যে কোরআন পোড়ানো অবমাননাকর ও সহানুভূতিহীন কাজ, যা ডেনমার্ক ও এর স্বার্থের ক্ষতি করে।
এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মিয়ানমার
ভারতের পর এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমার। এ প্রসঙ্গে দেশটির চাল ব্যবসায়ী ও রপ্তানিকারীদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশনের (এমআরএফ) এক সদস্য বলেন, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কিছু দিনের জন্য চাল রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ থেকে আগামি ৪৫ দিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সীমান্তে উত্তেজনা কমাতে একমত মোদী-শি জিনপিং
সীমান্তে চলমান উত্তেজনা হ্রাসে একমত হয়েছে ভারত ও চীন। বুধবার (২৩ আগস্ট) ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া এক বৈঠকে এ বিষয়ে একমত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অবশেষে প্রিগোজিনকে নিয়ে মুখ খুললেন পুতিন
পুতিন তার বক্তব্যে বলেন, প্রিগোজিনকে আমি সেই ১৯৯০ সাল থেকে চিনি। তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন ও জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। প্রিগোজিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন। তিনি শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়।
নির্বাচনে ষড়যন্ত্র মামলায় ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার
২০২০ সালে জর্জিয়ায় নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা মামলায় আত্মসমর্পণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তাকে গ্রেফতার দেখানো হয়। যদিও গ্রেফতারের কয়েক মিনিট পরেই তাকে মুক্তি দেওয়া হয়। আটলান্টার ওই জেল থেকে মুক্তি পেতে দুই লাখ ডলার বন্ড হিসেবে দিতে হয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।
৮ মাসে ২৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ২৫ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পঠিয়েছে কুয়েত সরকার। অর্থাৎ দৈনিক গড়ে ১০৮ প্রবাসীকে কুয়েত থেকে নিজ দেশে ফিরে আসতে হয়েছে। মূলত আবাসিক ও শ্রমিক আইন লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ছে জাপান, ক্ষুব্ধ চীন
বিভিন্ন দেশ ও সংস্থার সমালোচনা সত্ত্বেও ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। এর পাল্টা ব্যবস্থা হিসেবে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। এছাড়া দক্ষিণ কোরিয়ায় জাপানি দূতাবাসের সামনে সেদেশের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
‘পশ্চিমা বাধা থাকলেও এগিয়ে যাবে ব্রিকসভুক্ত দেশগুলোর অর্থনীতি’
ব্রিকস সেন্টার ফর ইকোনমিক কালচারাল রিসার্চ অ্যান্ড সার্ভিসেসের প্রতিষ্ঠাতা আটুল দালাকোটি বলেন, সারা বিশ্বের মোট জিডিপি’র ২৪ শতাংশ এই সংস্থাভুক্ত দেশগুলোর দখলে। অন্যদিকে, মোট আন্তর্জাতিক বাণিজ্যের ২৪ শতাংশও হয় এসব দেশের মাধ্যমে। এসব সংখ্যাগত পরিসংখ্যান থেকে বোঝা যায়, এটি একটি বিশাল সম্ভাবনার আধার ও ব্রিকসের সদস্য দেশগুলো আরও প্রবৃদ্ধি অর্জন করবে।
এবার চন্দ্রাভিযানের পথে জাপান
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) এইচ-২ রকেটটি রোববার (২৭ আগস্ট) সকালে দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করবে। এটি একটি উন্নত ইমেজিং স্যাটেলাইট ও একটি লাইটওয়েট ল্যান্ডার বহন করবে। আশ করা হচ্ছে, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে মহাকাশযানটি চাঁদে নামবে।
এসএএইচ/এএসএম