বাগেরহাটে ৬৭৮টি কেন্দ্রের মধ্যে ৪৫৫টি ঝুঁকিপূর্ণ


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২১ মার্চ ২০১৬

আগামীকাল ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাগেরহাটের ৯টি উপজেলার ৭৩ ইউনিয়নের ৬৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৫৫টি ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর নির্বাচনে অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় অবাদ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এসব ইউনিয়নের সাধারণ ভোটার ও প্রার্থীরা।
 
বাগেরহাট নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২২ মার্চ জেলার ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়নের ৬৭৮টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অবাদ সুষ্ঠু ও নিরেপেক্ষভাবে নির্বাচনে ভোটগ্রহণের লক্ষে এরই মধ্যে জেলার ৯টি উপজেলার ৪৫৫টি ভোট কেন্দ্রেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে বাগেরহাট সদর উপজেলার ৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৯টি, কচুয়া উপজেলার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৭টি, চিতলমারী উপজেলার ৬৩টি কেন্দ্রের মধ্যে ৩৫টি, মোড়েলগঞ্জ উপজেলার ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১১৫টি, শরণখোলা উপজেলার ৩৮টি কেন্দ্রের মধ্যে ২৯টি, মংলা উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩৯টি, ফকিরহাট উপজেলার ৭২টি কেন্দ্রের মধ্যে ৪১টি, রামপাল উপজেলার ৯০টি কেন্দ্রের মধ্যে ৫৬টি ও জেলার মোল্লারহাট উপজেলার ৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
 
এদিকে বাগেরহাটে ৬৭৮টি কেন্দ্রের মধ্যে ৪৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এসব ইউনিয়নের সাধারণ ভোটার ও প্রার্থীরা। তাদের মতে নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই ইউপি নির্বাচন নিয়ে যে পরিমাণ হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভোটের দিন তার চেয়েও বড় ঘটনা ঘটতে পারে। তবে ভোটের দিন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যদি তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলেই এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ ও নিরেপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন সাধারণ ভোটার ও প্রার্থীরা।
 
অপরদিকে অবাদ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কোন ধরনের শঙ্কাই নেই বলে জেলা পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বলেন, ভোটকেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে অধিক গুরুত্বের সঙ্গে নিরাপত্তা দেওয়ার জন্য। ভোটের দিন নির্বাচনের মাঠে ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে আইন-শৃংখলা রক্ষার্থে ভ্রাম্যমাণ মোবাইল টিমসহ একাধিক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে এসব বাহিনীর সদস্য নির্বাচনী মাঠে যে কোন ধরনের বিশৃঙ্খলায় কঠোর হস্তে দমন করবেন বলো জেলা প্রশাসন সূত্রে বলা হয়েছে।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, অবাদ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচনের দিন সাধারণ ভোট কেন্দ্রেগুলোতে ৫টি আগ্নেয়স্ত্রসহ পুলিশের ১৫ জন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। আর ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রেগুলোতে ৭টি আগ্নেয়াস্ত্রসহ পুলিশের ১৯ জন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া বিজিবি, কোস্টগার্ড ও র্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং ম্যাজিস্ট্রেটসহ একাধিক মোবাইল টিম নির্বাচনী মাঠে থাকবেন বলে তিনি জানান।

শওকত আলী বাবু/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।