দিল্লিতে হাসিনা-মোদী বৈঠক চলছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক চলছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দুই নেতার মধ্যে বৈঠক শুরু হয়। তবে এখন পর্যন্ত এ বৈঠক নিয়ে আর কোনো তথ্য জানা যায়নি।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ হলেও সেবার শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। আর বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এটিই শেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাওয়ায়, বৈঠকটিকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: শেখ হাসিনা-বাইডেনসহ ১৫ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মোদী

এর আগে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে শেখ হাসিনা বিমান বাংলাদেশের ফ্লাইটে পৌঁছান নয়াদিল্লিতে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে ও তার সফরসঙ্গীদের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বরণ করে নেন ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জার্দোশ। সেখান থেকে সরাসরি হোটেলে চলে যান প্রধানমন্ত্রী।

এদিকে, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ প্রতিপাদ্যে এবারের জি ২০ সম্মেলনে দুটি অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দিল্লিতে ব্যস্ত সময় কাটবে তার। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে অন্তত তিনটি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর বাইরে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বাংলাদেশি প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে দিল্লিকে

আরও পড়ুন: দিল্লিতে কোথায় থাকবেন বাইডেন-ট্রুডো-ঋষি সুনাক?

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গণমাধ্যমকে জানান, ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।