সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কলকাতায় বাংলাদেশের ইলিশ, প্রতি কেজির দাম পড়ছে ১৬০০-১৮০০ রুপি

বড়-মাঝারি বিভিন্ন আকারের ইলিশের বিভিন্ন দাম ধরা হয়েছে। তবে নিলামে যে দাম উঠছে, তাতেই বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজারে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১,০০০ থেকে ১,২০০ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১,৩২২ টাকা থেকে ১,৫৮৭ টাকা)। অন্যদিকে, খুচরা বাজারে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৮০০ রুপি দরে। কোথাও আবার ১ কেজি ১০০ থেকে ১ কেজি ২০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে ২,০০০ রুপি দরে।

হারদীপ সিং হত্যায় আবারও ভারতের সম্পৃক্ততার কথা বললেন ট্রুডো

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে আবারও ভারতের বিরুদ্ধে নিজ অভিযোগের পুনরাবৃত্তি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের কানাডার মিশনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরদীপ সিংকে হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে।

‘বন্ধু থেকে শত্রু’, নেপথ্যে কি শুধুই শিখ নেতার হত্যাকাণ্ড?

গত কয়েক বছর ধরেই কানাডা ও ভারতের সম্পর্কের অবনতির ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ২০২০ সালে ভারতে কৃষক আন্দোলন চলাকালীন সরকারবিরোধী সেই আন্দোলনকে সমর্থন করে বার্তা দিয়েছিলেন ট্রুডো। কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন নিয়ে কানাডায় ভারতীয়দের কাছে উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি, যা দিল্লি ভালো চোখে দেখেনি। এর মধ্যেই কানাডার মাটিতে খালিস্তানপন্থি শিখ আন্দোলনকারী হরদীপ সিংহ নিজ্জরকে হত্যা করা হয় গত জুন মাসে।

‘৪ বছরের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত’

অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত। এরই মধ্যে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হয়েছে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটি। ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল ডি পাত্রা বলেন, ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। এসময় অর্থনীতির আকার দাঁড়াবে ৫ ট্রিলিয়ন ডলারে।

তৃতীয় দফায় কর্মী ছাঁটাই করছে ফুডপান্ডা, করবে ‘অংশ’ বিক্রি

তৃতীয় দফায় কর্মী ছাঁটাই চালাচ্ছে অনলাইনভিত্তিক খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। এমনকি, এশিয়ার কয়েকটি দেশে ব্যবসার অংশ বিক্রির আলোচনাও করছে প্রতিষ্ঠানটি। ফুডপান্ডার অভিভাবক প্রতিষ্ঠান ‘ডেলিভারি হিরো’ও এসব বিষয় নিশ্চিত করেছে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে সাহায্য করবে চীন

শুক্রবার (২২ সেপ্টেম্বর) চীনের হ্যাংজু শহরে প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মধ্যে বৈঠক হয়। সে সময় চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিং বিদেশি হস্তক্ষেপ, একতরফা ধমকের বিরুদ্ধে সিরিয়ার বিরোধিতাকে সমর্থন করে। তাছাড়া আমরা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনেও সাহায্য করবো।

গণতন্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোকে লেকচার দিতে না করলেন গিনির জান্তা

গণতন্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোকে লেকচার দেওয়া বন্ধ করতে বলেছেন পশ্চিম আফ্রিকার দেশ গিনির জান্তা শাসক কর্নেল মামাদি ডুমবুইয়া। তার দাবি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক মডেল আফ্রিকার দেশগুলোতে কাজ করে না।

ইউক্রেনকে আর অস্ত্র দেবে না পোল্যান্ড, কারণ কী?

ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম দেশ পোল্যান্ড জানিয়েছে, তারা আর প্রতিবেশী দেশটিকে অস্ত্র সরবরাহ করবে না। দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেন, অস্ত্র সরবরাহের পরিবর্তে আরও আধুনিক অস্ত্র দিয়ে পোল্যান্ড নিজেদেরকে সুরক্ষিত করার ওপর জোর দিচ্ছে।

হোয়াইট হাউজে জেলেনস্কি, প্রতিশ্রুতি পেলেন আরও ১৩ কোটি ডলারের

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরই মধ্যে সেখানে ভাষণও দিয়েছেন তিনি। এবার দেশটির রাজধানীতে থাকা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে গেলেন। সেখানে জো বাইডেনের কাছ থেকে আরও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন।

পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে। পুলিশের তথ্য অনুযায়ী, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। অভিযুক্তরা ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্রে সজ্জিত ছিল। তারা প্রথমে পরিবারটির সদস্যদের রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর তিন নারীকে ধর্ষণ করে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।