চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ককটেল হামলা


প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৭ মার্চ ২০১৬

চট্টগ্রাম প্রেসক্লাবে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে প্রেসক্লাব লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে প্রেসক্লাব লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি প্রেসক্লাবের সামনে বিস্ফোরিত হয়েছে।

ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোতয়ালি থানার অপিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাদ দেয়ার চক্রান্তের প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। হরতালের আগের দিন রাতে এ হামলা চালানো হলো।

জীবন মুছা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।