সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেলো যুবকের

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩
ছবি সংগৃহীত

কলকাতায় আবারও নৃশংস হত্যাকাণ্ড। জগদ্ধাত্রী পূজার প্রতিমা বিসর্জনে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বিবাদে জড়িয়েছিল দু’পক্ষ। আর তার জেরে এক যুবকের গলায় কাঁচি ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কলকাতার চিংড়িঘাটার কাছে বাসন্তী দেবী কলোনিতে। মৃত যুবকের নাম সাহেব আলী সর্দার। বয়স ২২ বছর।

বিজ্ঞাপন

জানা গেছে, গত শুক্রবার (২৪ নভেম্বর) রাতে জগদ্ধাত্রী পূজার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। সেখানে সাউন্ড বক্সে কী গান বাজানো হবে তা নিয়ে কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। তা থেকে শুরু হয় হাতাহাতি।

সেই সময় মোক্তার আলী মোল্লা নামে এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করেন বিট্টু সর্দার নামে আরেক যুবক। সেখানে উপস্থিত সাহেব আলী সর্দার এর প্রতিবাদ করায় তার ওপরও চড়াও হন বিট্টু। তিনি সাহেবের গলায় কাঁচি ঢুকিয়ে দেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাঁচির আঘাতে সাহেবের গলা থেকে রক্ত ঝরতে শুরু করে। সঙ্গে সঙ্গে আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলীকে মৃত বলে ঘোষণা দেন।

ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত বিট্টু সর্দার। তবে রোববার সকালে তাকে খুঁজে পান স্থানীয়রা। তারা পুলিশের সামনেই গণপিটুনি দেন বিট্টুকে। পরে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিট্টু এলাকায় সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখছে বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।