অভিনব কায়দায় বিয়ের প্রস্তাব


প্রকাশিত: ০৪:১১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

নেদারল্যান্ডে এক হবু বরের ইচ্ছে ছিল বিয়ের প্রস্তাব দেয়ার সময় ভালবাসার সাথে থাকবে চমক। কিন্তু তার বদলে চমকে গিয়েছে কনের প্রতিবেশীরা।

শুধু তাই না। তাদের মাথায় আকাশ ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে ঘরের ছাদ। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের আজেলস্টাইন শহরে।

সেখান এক লোক পরিকল্পনা করেছিলেন যে একটি ক্রেন ভাড়া করে, তার ওপর চড়ে তিনি তার প্রেমিকার শোবার ঘরের সামনে উঠে আসবেন এবং গানের সুরে তাকে বিয়ের প্রস্তাব দেবেন। যেই ভাবা সেই কাজ। তারপর যেই না তিনি ক্রেনটিতে উঠে বসলেন, ক্রেনের লম্বা হাতলটি ভেঙে পড়লো প্রতিবেশীর ছাদের ওপর।

এরপর ড্রাইভার যখনই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলো ক্রেনটি সোজা ঢলে পড়লো পাশের বাড়ির দেয়ালের ওপর। আতঙ্কিত লোকজন আশেপাশের বাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করলো।

তবে ঘটনায় কেউ আহত হয়নি। আর হ্যা, এর পরও কনে বিয়ের প্রস্তাবে রাজি হয়েছেন। তারা এখন আনন্দ করছেন প্রেমিক-প্রেমিকাদের শহর প্যারিসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।