জাতীয় প্রয়োজনে ইমরানের আন্দোলন বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

জাতীয় প্রয়োজনে আন্দোলন বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। পেশোয়ারের একটি স্কুলে তালেবান হামলায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জন নিহতের ঘটনার পর বুধবার তিনি আন্দোলন বন্ধের এ ঘোষণা দেন।

ডন নিউজ জানায়, পিটিআইয়ের উচ্চ পর্যায়ের কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দেশে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন সব রাজনৈতিক দলের বৈঠকে ইমরান জানান, তিনি দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ইমরান খানের বিক্ষোভ কর্মসূচি বন্ধের ঘোষণাকে স্বাগতম জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

জাতীয় প্রয়োজনেই তিনি উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও পুননির্ববাচনের দাবিতে প্রায় ৪ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিল ইমরানের নেতৃত্বাধীন পিটিআই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।