নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ৩০ নভেম্বর ২০২৪
প্রতীকী ছবি: এএফপি

নাইজেরিয়ায় নাইজার নদীতে নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কোগি থেকে পার্শ্ববর্তী নাইজার রাজ্যের একটি খাদ্যবাজারে যাওয়ার সময় দুই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু জানিয়েছেন, এখন পর্যন্ত ১০০র বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। কোগি রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র সান্দ্রা মুসার বরাতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় ডুবুরি ও উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

সান্দ্রা বলেছেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। নদীর প্রবল স্রোত ও নৌকাটির বয়স সম্ভাব্য কারণ হতে পারে। এছাড়া, ভুক্তভোগীদের মধ্যে কারও কাছেই লাইফ জ্যাকেট ছিল না, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে।

আরও পড়ুন>>

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা জাস্টিন উয়াজুরুয়োনিয়ে জানিয়েছেন, দুর্ঘটনার স্থান নির্ধারণে উদ্ধারকারীদের বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে।

কোগি রাজ্যের গভর্নর আহমেদ উসমান ওডোডো এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই নারী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কারিগর ছিলেন, যারা সৎভাবে জীবিকা নির্বাহের মাধ্যমে রাজ্যের অর্থনীতিতে অবদান রাখছিলেন।

নাইজেরিয়ায় জলপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। গত মাসে নাইজার রাজ্যে তিন শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়। এছাড়া, সেপ্টেম্বর মাসে জামফারা রাজ্যে নৌকাডুবিতে ৪০ জন প্রাণ হারান।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত যাত্রী পরিবহন, নৌকার রক্ষণাবেক্ষণের অভাব এবং যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকার কারণে এসব দুর্ঘটনা ঘটে চলেছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।