উত্তর কোরিয়ার দুই সেনাকে আটকের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১২ জানুয়ারি ২০২৫
ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে আটক উত্তর কোরিয়ার দুই সেনাসদস্য/ ভলোদিমির জেলেনেস্কির এক্স হ্যান্ডেল থেকে নেওয়া ছবি

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার আহত দুই সেনাকে আটক করার দাবি করেছে ইউক্রেন। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে বলে শনিবার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কুরস্ক থেকে উত্তর কোরিয়ার ওই ‍দুই সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনাসদস্যরা। তারা রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছিলেন বলে দাবি ইউক্রেনের। জেলেনস্কি বলছেন, এ দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তারা এখন কিয়েভে রয়েছেন।

সাহসিকতার সঙ্গে উত্তর কোরিয়ার দুই সেনাকে ধরে ফেলার জন্য সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি কোনো সহজ কাজ ছিল না। কেননা, যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা যোগ দিয়েছেন, এর প্রমাণ মুছে ফেলতে আহত কোরিয়ান সেনাদের মেরে ফেলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও এক্সে জেলেনস্কি বলেন, আটক দুই সেনাকে ইউক্রেনের তদন্ত বাহিনীর কাছে রাখা হয়েছে। আমি তাদেরকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বলে দিয়েছি। এখানে কী হচ্ছে, তা পুরো বিশ্বের জানা উচিত।

ওই দুই সেনা সদস্যের ছবিও শেয়ার করেন জেলেনস্কি। তবে, তারা যে আসলেই উত্তর কোরিয়ার নাগরিক কিনা, তার কোনো প্রমাণ দেননি তিনি। একজনের কাছে রুশ আইডি কার্ড রয়েছে বলে দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন বলছে, পরিচয় গোপন রাখতে উত্তর কোরিয়ার সেনাদের রুশ আইডি কার্ড দেওয়া হয়।

জেলেনস্কির দাবি সত্যি হলে এই প্রথম রাশিয়ার সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার কোনো সেনাদের আটক করলো তারা। আর তাতে উত্তর কোরিয়ার যুক্ত থাকার ব্যাপারটিই প্রমাণিত হয়ে যায়। এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনার প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য করেনি রাশিয়া ও উত্তর কোরিয়া।

সূত্র: বিবিসি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।