২৫ লাখ টাকা যৌতুক দাবি: স্বামীর বিরুদ্ধে জবি ছাত্রীর মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১২ জুন ২০২৩

গাড়ি কেনার জন্য ২৫ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

সোমবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে এ মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুবাদে আসামি মো. মইনুল ইসলামের সঙ্গে বাদী তানজিম ইয়াসমিন তমার পরিচয় হয়। সম্পর্কের তিন বছর পর ২০২১ সালের ১৮ জুন ১০ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে মইনুল স্ত্রীকে কোন খরচ দিতেন না। তারা ঢাকার কোনো আবাসিক হোটেল বা ঢাকার বাইরে একান্তে সময় পার করতেন।

এরপর মইনুল ধীরে ধীরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। ফোন দিলে মইনুল ব্যস্ততা দেখিয়ে তা প্রত্যাখ্যান করতেন। একপর্যায়ে ২০২২ সালের ২৫ আগস্ট মইনুলের সঙ্গে দেখা করতেন যান তমা। তখন মইনুল তাকে রেস্টুরেন্টে নিয়ে গালিগালাজ করেন এবং গায়ে হাত তোলেন। এসময় গাড়ি কেনার জন্য যৌতুক হিসেবে ২৫ লাখ টাকা না দিলে তমার সঙ্গে সংসার করবে না বলেও জানান মইনুল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেএ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।