ফারুক খানের চিকিৎসার বিষয়ে আবেদন শুনানি সোমবার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
ওই আবেদনের ওপর শুনানি হবে আগামী সোমবার (১২ মে)। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন কর্ণেল ফারুক খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। কর্নেল ফারুক খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।
এফএইচ/বিএ