কাঠগড়ায় দাঁড়িয়ে ব্লেড দিয়ে নিজের গলা কাটার চেষ্টা আসামির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৬ জুলাই ২০২৫
ঢাকার মহানগর দায়রা জজ আদালত/ ফাইল ছবি

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি।

বুধবার (১৬ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ এমন ঘটনা ঘটে। তাৎক্ষণিক মুন্নাকে আহত অবস্থায় আদালতের পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর তাকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, আসামি সম্ভবত জেল থেকে অনটাইম রেজারের ব্লেড সঙ্গে নিয়ে আসেন। সাক্ষ্য শেষে কাঠগড়ায় তোলা হলে তিনি ব্লেড দিয়ে গলা কাটার চেষ্টা করেন।

ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, তার শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্নার বাবা আব্দুল আলী বলেন, কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়িয়ে ব্লেড দিয়ে গলায় পোচ দিয়েছে। তার শ্বশুর তার বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা মামলা করেছেন বলে দাবি করেন মুন্নার বাবা।

এমআইএন/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।