স্ত্রীসহ আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরের সাজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১ এএম, ২২ জুলাই ২০২৫
ছবি- সংগৃহীত

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে মামলা করেন ভুক্তভোগী আলাউদ্দিন হোসেন। পরে গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জ গঠন করে বিচার শুরু হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৫ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করেন মামলার বাদী। কিন্তু যথা সময়ে পণ্য না আসায় তিনি টাকা ফেরত চান। আসামি মঞ্জুর ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক প্রদান করে। আসামির অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার বাদী আসামিকে উকিল নোটিশ পাঠান। এরপরও টাকা পরিশোধ না হওয়ায় তিনি আদালতে মামলা করেন।

গত বছরের ২৫ জানুয়ারি চেক ডিজঅনারের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

এমআইএন/এমআরএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।