সাবেক ডিআইজি আবদুল বাতেনসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৩ জুলাই ২০২৫

দু্র্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি ও বর্তমানে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত মো. আব্দুল বাতেল ও তার স্ত্রী নুরজাহান আক্তার হীরাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন, শাহজালাল ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও তার স্ত্রী নাজমুন নাহার স্বর্ণা।

বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে পৃথক দুই আবেদনে বাতেন ও হীরার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি।

আবেদনে বলা হয়, আসামি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থআত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এসব সম্পদ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন। সেজন্য জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত কাজ চলমান রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রী দেশত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু-তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় দুদকের পক্ষে একটি আবেদনে শহিদুল ও তার স্ত্রীর নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, মেসার্স লাকী এন্টার প্রাইজের প্রোপাইটর আলাউদ্দিন মোল্লা ও শাহজালাল ইসলামী ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে জাল মানি রিসিটের মাধ্যমে উক্ত শাখার মেয়াদি আমানতের ১০ লক্ষ টাকা নগদায়নের প্রচেষ্টা গ্রহণ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে পালাতে পারেন। সেজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ব্যক্তিদের বিদেশ গমনে আদালতের নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এমআইএন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।