সাবেক এমপি সাদেক খানসহ পৃথক মামলায় ৬ জনকে গ্রেফতার দেখালেন আদালত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ৩০ জুলাই ২০২৫

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর ৩ থানার পৃথক মামলায় সাবেক এমপি সাদেক খান, আ ক ম সরওয়ার জাহান বাদশা, মনিরুল ইসলাম মনুসহ ৬ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত তাদের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন। অন্যরা হলেন, উপ-পুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

গ্রেফতার দেখানো মামলাগুলোর মধ্যে, মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার ৬ মামলায়, আবুল হাসানকে একই থানার শিক্ষার্থী হাসান উদ্দিন হত্যা মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায়, একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খান, রাজধানীর বাড্ডা থানার ইমন হত্যা মামলায় পুলিশের এডিসি রফিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

গত বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করা হয়। ১৭ জুন সরওয়ার জাহান বাদশাকে গ্রেফতার করা হয়। গত বছরের ১৭ অক্টোবর গুলশান বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (এডিসি) রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

পর দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

এমআইএন/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।