ফালুর সাজা বাতিলের রায় বহাল


প্রকাশিত: ০১:১৭ পিএম, ১১ এপ্রিল ২০১৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে হাইকোর্ট থেকে দেয়া সাজা বাতিলের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ফলে ফালুর বিরুদ্ধে দুদকের মামলায় দেয়া সাজা বাতিল-ই রইলে বলে জানান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা দুদকের আপিল খারিজ করে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে চার সদস্যর আপিল বিভাগ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে ফালুর পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও মাসুদ রানা। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন সারওয়ার আহমেদ।

এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন জানান, ইতোপূর্বে হাইকোর্ট বিভাগ তার সাজা মওকুফ (বাতিল) করেছিলেন। আজ আপিল বিভাগও ওই রায় বহাল রাখেন। ফলে মামলাটি মিথ্যা প্রমাণিত হলো।

বিগত ওয়ান-ইলেভেনের সময় ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে আশুলিয়া থানার এসআই মো. ইসমাইল হোসেন দুদক আইনে মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা- ১০ আসনের সংসদ সদস্য থাকাকালীন সরকারিভাবে গরীব মানুষের জন্য চার লাখ টাকার টিন বরাদ্দ হয়। মোসাদ্দেক আলী ফালু তা বিতরণ না করে নিজস্ব লোকজনের মধ্যে বিতরণের মাধ্যমে আত্মসাৎ করেন।

মামলার শুনানি শেষে ঢাকার ৬নং বিশেষ জজ আদালত ২০০৮ সালের ২ জুন রায় দেন। রায়ে তাকে পাঁচ বছর কারাদণ্ড, পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ফালু। আপিলের শুনানি শেষে ২০১৩ সালের ২২ মে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ তাকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে।

এফএইচ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।