ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান চলবে
বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে বিদেশ যেতে বাধা না দেয়ার জন্য হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে শেয়ারবাজার সংক্রান্ত অভিযোগের বিষয়ে ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রেখেছেন আদালত।
এ বিষয়ে দুদকের একটি আবেদন খারিজ ও একটি আবেদনের নিষ্পত্তি করে রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। ফালুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মো. তাজুল ইসলাম।
পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, বিদেশ যেতে বাধা না দিতে হাইকোর্টেও আদেশ বহাল রয়েছে। তবে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলবে।
অপরদিকে আইনজীবী তাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুন মোসাদ্দেক আলী বিদেশ যেতে চাইলে তাকে বাধা দেয়া হয়। এরপর ২০১৬ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট তাকে বিদেশ যেতে বাধা না দিতে একটি রায় দেন। এ রায়ের পর তিনি যথারীতি বিদেশে আসা-যাওয়া করছেন। এর মধ্যে গত ২৮ নভেম্বর বিদেশ যেতে চাইলে ফের ওনাকে বাধা দেয়া হয়।
এর বিরুদ্ধে আবারও হাইকোর্টে রিট করলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আদালতে হাজির হয়ে জানিয়েছিলেন, ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে শেয়ারবাজার সংক্রান্ত ব্ষিয়সহ বিভিন্ন বিষয়ে দুদকের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় বিদেশ যেতে বাধা দিতে দুদকের পক্ষ থেকে বিমানবন্দরে চিঠি দেয়া হয়েছে। তারা বিদেশ গেলে অনুসন্ধান কার্যক্রম বিঘ্নিত হবে। তাই এ রিট খারিজ করা হোক। পরে আদালত দুদকের আবেদন গ্রহণ না করে ৭ ডিসেম্বর হাইকোর্ট ফালুকে বিদেশ যেতে বাধা না দিতে আবারও নির্দেশ দেন।
পরে বিদেশ যেতে বাধা দিতে বিমানবন্দরে দুদক চিঠি দাখিল করলে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ফালুর পক্ষে হাইকোর্টে আরও একটি রিট করা হয়। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৫ ডিসেম্বর দুদকের অনুসন্ধান চলমান রেখে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ দেন। পরে এ দুটি আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে পৃথক দুটি আবেদন জানায়।
এফএইচ/জেডএ/জেআইএম