ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৫ মে ২০২০

একমাস সিয়াম সাধনার পরে বৈশ্বিক মহামারির কারণে এবার দেশব্যাপী উদযাপিত হলো অন্যরকম ঈদুল ফিতর। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে দুইমাস ধরে চলছে অঘোষিত লকডাউন। ঘরে বসে সবাইকে ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই মানুষের মনে নেই সেই ঈদের আনন্দ।

সোমবার (২৫ মে) পর্যন্ত বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে মৃত্যু হয়েছে ৫০১ জনের।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে থেকে ঈদ উদযাপনের আহ্বান জানান। সঙ্গে সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে চলার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এ বছর আমরা সশরীরে পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চুয়াল মাধ্যমে আত্মীয়স্বজনের খোঁজ-খবর নেব।’

সরকার প্রধান ও ধর্মমন্ত্রীর নির্দেশনার আলোকে এবার ঈদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নেই কোলাকুলি, নেই সরাসরি ঈদ শুভেচ্ছা বিনিময়, আগের মতো নেই ঘোরাঘুরি, এক বাসা থেকে আরেক বাসায় বেড়াতে যাওয়ার সেই চিরাচরিত রেওয়াজ নেই।

এই অবস্থায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ফেসবুকে ভিডিও কনফারেন্স করে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মুজিবুর রহমান মুজিব। এতে অংশ গ্রহণ করেন অ্যাডভোকেট মো. আজাহার উল্লাহ ভূঁইয়া, অ্যাডভোকেট শেখ মো. মোর্শেদ, শাহ মঞ্জুরুল হক, শহীদুল ইসলাম খান লিটন ( এস. আই. লিটন), ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোজাম্মেল হক সিদ্দিকী রানা, অ্যাডভোকেট মো. জগলুল কবির, সহকারী অ্যাটর্নি মোহাম্মদ আওলাদ হোসেন, সহকারী অ্যাটর্নি মাহমুদুন্নবী উজ্জ্বল, সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ, সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান মিলন, সহকারী অ্যাটর্নি জেনারেল উর্বশী বরুয়া ও অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী প্রমুখ।

ঈদ শুভেচ্ছা বিনিময়সহ বর্তমান করোনা পরিস্থিতি, ভার্চুয়াল কোর্ট ও আইনজীবীদের বিভিন্ন সমস্যা নিয়ে এসময় আলোচনা করেন তারা।

অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের সব আইনজীবীর কাছে ঈদ শুভেচ্ছা পাঠান এবং করোনা মহামারিতে হোম কোয়ারান্টাইনের মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার আহ্বান জানান ।

এফএইচ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।