পাঁচ কার্যদিবসে অধস্তন আদালতে ৪৯৬০ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৩ জুলাই ২০২০
প্রতীকী ছবি

বৈশ্বিক মহামারি করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে দেশের বিচারিক আদালতগুলোতে গত ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত মোট ৫ কার্যদিবসে ১০ হাজার ৮৬৬টি আবেদনের শুনানি নিয়ে ৪ হাজার ৯৬০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, গত ১১ মে থেকে গত ২ জুলাই পর্যন্ত মোট ৩৫ কার্যদিবসে শিশু আদালতসহ সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৯৫ হাজার ৫২৩ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করে ৪৯ হাজার ৭৫০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

আর গত ২ জুলাই পর্যন্ত ৩৫ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬০৮ জন। এ পর্যন্ত সমাজসেবা অধিদফতর এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে ৫৮৩ জন শিশুকে।

প্রসঙ্গত, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সে নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে অধস্তন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।

এফএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।