সুপ্রিম কোর্টে প্রবেশে মাস্ক বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৩ জুলাই ২০২০
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সুপ্রিম কোর্টে আগত সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের ওপর নির্দেশনা জারি করেছেন কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা ও কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

এর আগে গত ২১ জুলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে। পরিপত্রে প্রতিটি কর্মস্থলে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন জায়গাগুলোতে আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা দেয়া হয়।

এফএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।