নকল মাস্ক সরবরাহ : জেএমআই চেয়ারম্যান রাজ্জাকের স্থায়ী জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৬ মার্চ ২০২১
ফাইল ছবি

নকল এন-৯৫ মাস্ক ও নিম্নমানের চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহে দুর্নীতির অভিযোগে করা মামলায় জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাকের স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে তার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এর আগে ১৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার অস্থায়ী জামিন দেন।

গত ৮ অক্টোবর রিমান্ড শেষে আসামি রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মোহা. নুরুল হুদা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ সেপ্টেম্বর আদালত আব্দুর রাজ্জাকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেফতার করে। ওই দিন সকালে কমিশনের উপ-পরিচালক নুরুল হুদা দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ রাজ্জাকসহ সাতজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, ডেস্ক অফিসার জিয়াউল হক ও সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ ও জ্যেষ্ঠ স্টোর কিপার মো. ইউসুফ ফকির।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রকৃত এন-৯৫ মাস্কের পরিবর্তে জেএমআই ফেস মাস্ক মুদ্রিত বড় কার্টুনের মধ্যে এন-৯৫ ফেস মাস্ক মুদ্রিত ছোট বক্সে বিশ হাজার ৬১০ পিস নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করে এবং পরবর্তীতে ১০টি প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করে।

জেএ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।