করোনামুক্ত হলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি করোনামুক্ত হয়েছেন। তিনি এখনও সিএমএইচে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

বৃহস্পতিবার (১ এপ্রিল) আব্দুল মতিন খসরুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন।

তিনি বলেন, ‘অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শে তিনি এখনও সিএমএইচে আছেন।’

বুধবার (৩১ মার্চ) আব্দুল মতিন খসরুকে সিএমএইচেরর আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে রোববার (২৮ মার্চ) রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।

মহিন জানান, এর আগে গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওই দিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত রোববার রাত ১২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল।

গত ১৬ মার্চ সাবেক এই আইনমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে আইসিউইতে নেয়া হয়। গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন তিনি।

এফএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।