অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৮ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট হায়দার আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হায়দার আলীর মেয়েও এই মহামারিতে আক্রান্ত হয়েছেন। তারা উভয়েই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এই আইনজীবী নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলাম। বুধবার মেয়েসহ আমার করোনার রেজাল্ট পজিটিভ বলে জানানো হয়। এখন মিরপুরের পল্লবীর বাসায় থেকে ঢাকা মেডিকেলের চিকিৎসক মোজাফ্ফর আহমদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছি।

অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্বরত।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আরেক প্রসিকিউটর বাদল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হায়দার আলীর রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।

গত বছরের ২ আগস্ট ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। প্রসিকিউটর সুলতান মাহমুদ সুস্থ হলেও তার স্ত্রী মারা যান।

এফএইচ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।